আগস্ট এলেই
প্রকাশঃ ১৬ আগস্ট ২০২২ | ৪:২২
আগস্ট এলেই
——- সৈয়দুল ইসলাম
বাংলা মায়ের সোনার ছেলে
অমূল্য রতন,
পনেরো আগস্ট এলেই কাঁদে
বীর বাঙালির মন।
শোক দিবসে শোকের মাতম
চলে দেশে দেশে,
বঙ্গবন্ধু শেখ মুজিবকে
অসীম ভালোবেসে।
দেশপ্রেমী এক নেতা মুজিব
নেই তুলনা তাঁর,
দোয়া দরুদ ফুলেল শ্রদ্ধায়
স্মরি বারংবার।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা