ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী ও সর্বসাধারণর সচেতনতা ও সর্তকতা অবলম্বন আবশ্যক—এম আর আজিম

হোসেন মিন্টুঃ

২০০৫ সালে ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যয়মদদে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ বুধবার বিকাল ৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হালিশহর বড়পোলস্থ বঙ্গবন্ধু চত্বর থেকে শুরম্ন হয়ে আটিলারী মোড়, এক্সেস রোড হয়ে পুনরায় বঙ্গবন্ধু চত্বরে এসে এক যুব সমাবেশে মিলিত হয়। যুব সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিম। আরও বক্তব্য রাখেন ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আছিফুর রহমান মুন্না, উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মীর ইমরম্নল হাসান চৌধুরী রম্নবেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, নগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোসলেহ উদ্দিন আহমদ শিবলী, কফিল উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক অমল কৃষ্ণ নাথ টুটুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক আদনান মাহফুজ সজিব, সাজ্জাদ হোসেন, এস.ইউ. জোবায়ের, সানি দে, এ্যাপোলো বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফররম্নক আহমদ পাভেল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কবির আহমদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক তুষার ধর, সম্পাদক মন্ডলীর সদস্য মনির আলম, কমার্স কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোর্শেদ ইমন মেহেদী, যুব সংগঠক মিলন দাশ, আমির হামজা মামুন, তানজিব আহসান জিবু, সাদ্দাম হোসেন, মোঃ ফারম্নক, মোঃ আলাউদ্দিন, বন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত ইমরান, শান্ত্ম বড়ুয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ফরহাদ হক, এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ওয়াহিদ বিন ইউনুচ, মহসিন কলেজ ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, মানবিক যুব সংগঠ এম.আর আজিম বলেন, ইতিহাসের পাতায় এমন ঘটনা নজিরবিহীন। একটি দেশের প্রায় ৯৯% শতাংশ জেলায় একযোগে বোমা হামলার ২য় কোন নজির আমাদের জানা নেই। বোমা হামলার পর সংবাদপত্রের শিরোনাম হয়েছে হামলার পিছনে ইন্দন দাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান গং এবং তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের সাথে সরকারের ৮ জন মন্ত্রী সংসদ সদস্য প্রত্যয়ভাবে জড়িত ছিলেন। ২০০৫ সালের ১৭ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী ও সর্বসাধারণকে সচেতনতা ও সর্তকতা অবলম্বন আবশ্যক।

নিউজটি শেয়ার করুনঃ