রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাবার নির্দেশনা দিয়ে চিঠি তোলপাড়

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সকাল ৯টায় ব্যাংকিং কায্যক্রম সুষ্ঠভাবে সম্পাদন করার সুবিধার্থে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাবার নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে। আর এ চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রুপালী ব্যাংক জয়নগর শাখায়।

ব্যাংকের ম্যানেজার কর্তৃক ইস্যুকৃত এই নির্দেশনার চিঠি দেয়া হয়েছে ওই শাখার সিনিয়র অফিসার মো: শহিদুল ইসলামকে।

এ বিষয়ে মোঃ শহিদুল ইসলামের কথা বলতে তাকে তার মোবাইল নাম্বারে (০১৮১০-৬৮৩৯৫১) কয়েকবার ফোন দেয়া হলেও তিনি তা ধরেননি।

তবে ২৩ আগষ্ট ইস্যুকৃত ম্যানেজারের দেয়া ওই চিঠির একটি কপি প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।

ওই চিঠিতে ম্যানেজার লিখেছেন, “উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নং-ডিওএস ৩১ অনুসারে মো: শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।”

এই চিঠির কপি গতকালই সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় শুরু হয়।

এ বিষয়ে ওই ব্যাংকের ম্যানেজার মফিজুর রহমানের সাথে হলে তিনি বলেন, ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার ফান করে আমার স্বাক্ষর জাল করে মো: শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়ে দেয়। এ নিয়ে জানাজানি হলে সবাই এ বিষয়ে জেনে যায়। প্রকৃত পক্ষে এ ব্যাপারে আমি আগে কিছুই জানতাম না। বা এমন চিঠি দেয়ার কোন কারনও নাই।

ম্যানেজার আরো বলেন, সিনিয়র অফিসার মো: শহিদুল ইসলাম ও স্বপন সিকদারকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদেরকে এর জবাব দেয়ার জন্য বলা হয়েছে বলে ওই ম্যানেজার জানান।

নিউজটি শেয়ার করুনঃ