বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয়
শোক দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২৩ আগস্ট বেলা ১১ঃ৩০ টায় পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা আগ্রাবাদস্থ সিজিও বিল্ডিং-১ এ সমিতির ১নং মিলনায়তনে সমিতির সভাপতি বাবু নিতাই চন্দ্র দাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহ্ মজিদিয়া কমপ্লেক্স এর শিক্ষক হাফেজ মাওলানা আশফাক উল্লাহ, পবিত্র গীতা পাঠ করেন সমিতির সম্মানিত সদস্য অ্যাডভোকেট বাবু রতন কুমার দাশ ও পবিত্র ত্রিপিটক পাঠ করেন সম্মানিত সদস্য অ্যাডভোকেট বাবু প্রার্থ প্রতিম বড়ুয়া সিংহ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা পাবলিক প্রসিকিউটর ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড্ভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি জাতির জনকের জীবন আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন সভাপতি সর্বজনাব অ্যাডভোকেট আলহাজ্ব আবদুল ওয়াহাব, মোঃ মাহ্ফুজুল হক (মণি), মোঃ এনায়েত উল্লাহ। সম্মানিত প্রাক্তন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুর হোসেন।
সম্মানিত সদস্য সর্বজনাব আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ, মোঃ ইকরামুল করিম, এডভোকেট মোঃ শাহাদাত হোসেন, হাসান মিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, লিটন মিত্র, শেখর দত্ত, মোজাফ্ফর হোসেন রাহাত, ড. মোঃ মোশারফ হোসেন, মোঃ নাজমুল হাসান চৌধুরী, পার্থ প্রতিম বড়ুয়া সিংহ অ্যাডভোকেট প্রমুখ।
বক্তারা তাহাদের বক্তব্যে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গঁবন্ধুসহ তাঁহার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।