মানুষ চেনা দায়
           ——-সৈয়দুল ইসলাম

মানুষ চেনা হলো দায়
চলে সাধু বেশে,
সুযোগ পেলেই কাজটা সাড়ে
আমার স্বাধীন দেশে।

মিষ্টি মধুর কথার ছলে
বন্ধু হতে চায়,
স্বার্থ হাসিল হলে পরেই
উধাও হয়ে যায়।

সহজ সরল মানুষ যারা
তারাই ঠকে বেশী,
মানুষ রূপী সর্পের ছোবল
কেড়ে নেয় যে হাসি।

ভাইয়ে ভাইয়ে লাগায় দ্বন্ধ
ভাঙ্গে সুখের ঘর,
বড় লোকের স্বপ্ন দেখায়
আপন করে পর।

আমানতের কিয়ানত করে
ঠিক রাখেনা কথা,
বিত্তবানে ছুরিকাঘাত
এ কী বর্বরতা?

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ