মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর লিটু মাতুব্বর (৪৬) নামে এক ভ্যান চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৬ আগষ্ট) ভোরে মুকসুদপুর পৌরসভাধীন ছোট বাহাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া বিষয়টি নিশ্চত করেছেন।

নিহত ভ্যান চালক লিটু মাতুব্বর মুকসুদপুর পৌরসভার গোলাবাড়ীয়া গ্রামের মৃত বাঁকা মাতুব্বরের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ১৭ আগষ্ট বিকালে ভ্যানগাড়ী নিয়ে বের হন লিটু মাতুব্বর। এরপর বাড়ী ফিরে না আসায় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। এ ঘটনার পরদিন মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী সাহেদা বেগম।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, ভ্যান চালক লিটু মাতুব্বর হারিয়েছে এই মর্মে অভিযোগ দায়েরর পর থেকে পুলিশ তাকে সন্ধান করে আসছিলো।

শুক্রবার ভোর রাতে উপ-পরিদর্শক শাহারিয়ার টহল ডিউটি দেবার সময় ছোট বাহাড়া গ্রামের একটি ধান ক্ষেতে ধান গাছ হেলে পড়া দেখতে পেয়ে তার সন্দেহ হয়। পরে ওই জমি থেকে গলিত মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, পরে খবর পেয়ে পরিবারের লোকজন পরনের কাপড় ও অন্যান্য আলামত দেখে মরদেহটি লিটু মাতুব্বর বলে শনাক্ত করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করাসহ আইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুনঃ