ইতিহাস ও ঐতিহ্যের সাহিত্য ও সংস্কৃতির প্রাচীন সংগঠন অভিযাত্রিকের ২২৫০ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

ইতিহাস ও ঐতিহ্যের সাহিত্য ও সংস্কৃতির প্রাচীন সংগঠন অভিযাত্রিকের ২২৫০ তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ অগাস্ট) বিকেলে নিজস্ব কার্যালয়ে ছড়া-কবিতা, গান, আলোচনার মধ্য দিয়ে এ বিশেষ আসর অনুষ্ঠিত হয়।

অভিযাত্রিক সভাপতি কথাসাহিত্যিক রানা মাসুদ এর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান, অভিযাত্রিক উপদেষ্টা শাহাজান আলী মন্ডল, সাপ্তাহিক নতুন কথা’র সম্পাদক মাহমুদুল হাসান মানিক, কবি ও মাহবুবুল ইসলাম, কবি বাদল রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, কবি নাসরিন সুলতানা।

২২৫০ তম আসরে কবিতা ও ছড়া পাঠে অংশ নেন তৈয়বুর রহমান বাবু, সিরাজুন নাহার সাথী, মতিয়ার রহমান, বিমলেন্দু রায়, মাসুম মোরশেদ, তাপস মাহমুদ, সরকার বাবলু, মাসুদ বশীর, জাহিদ হোসেন, রিয়াজুল হক সাগর, কুশল রায়, মাহমুদ আলী মন্ডল, আব্দুল গোফফার, শরীফ সুমন, রায়হান আহমেদ রিমন, অঞ্জলি রানী, শিপুন আক্তার, পূর্ণিমা রাজ, মুরাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন শিশির, নাসরিন নাজ, আবু নাসের মোঃ তুহিন, রফিক খান, প্রীতম প্রমুখ।

আসরে সঙ্গীত পরিবেশন করেন ফারহান শাহীল লিয়ন ও তৈয়বুর রহমান ডিকু। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম। পরে বিশেষ সাহিত্য আসরে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ