যশোর বিমানবন্দরে ২৫ লক্ষ টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর বিমানবন্দরে ২৫ লক্ষ টাকাসহ খন্দকার মুকুল হোসেন নামের বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে যশোর বিমানবন্দরে তাকে আটক করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। এ সময় তার কাছে নগদ ২৫ লক্ষ টাকা পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থাটি তাদের হেফাজতে নেয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃষ্পতিবার সকালে মুকুল হোসেন ঢাকার উদ্দেশে যশোর বিমানবন্দরে আসেন। সেখান থেকে ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিলো।

কিন্তু ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা আগে থেকেই টাকা পাচারের খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেন।

মুকুল বিমানবন্দরে ঢোকার পরপরই তাকে ২৫ লক্ষ টাকাসহ আটক করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মুকুলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইলে ও তাকে জিজ্ঞাসাবাদ শেষে যশোরে ফিরিয়ে আনা হবে বলে সূত্রটি নিশ্চিত করেন।

উল্লেখ্য, সাম্প্রতি বেনাপোল কাস্টমস হাউসের একাধিক কর্মকর্তার ঘুষ বানিজ্যের খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়।

এর পরপরই গোয়েন্দা সংস্থার সদস্যদের হাতে ঘুষের টাকা বহনকালে বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা আটকের চাঞ্চল্যকর সংবাদে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ