রংপুরে ২৮০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার ও এক মাদক কারবারি আটক হয়েছে।

শনিবার (২৭আগষ্ট) অভিযান চালিয়ে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু বালারঘাট ও হাবু চার মাথা এলাকা থেকে ফেনসিডিল ও নারায়ণ চন্দ্র বর্মন(৩০) নামে এক মাদককারবারিকে আটক করে পুলিশ।

আটক নারায়ন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের মৃত নগেন চন্দ্র বর্মনের ছেলে।

থানা পুলিশ জানায়, আটক নারায়ন শনিবার বেলা ৩টার দিকে লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদে ৭০ বোতল ফেনসিডিল ও একটি অটো ভ্যানসহ নারায়ণকে হাবু বালারঘাট এলাকা থেকে আটক করা হয়।

এর আগে হাবু চার মাথা এলাকা থেকে ১১০ বোতল ফেনসিডিল ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ। তবে অটোরিকশার সাথে কোন ব্যক্তিকে পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, এ বিষয়ে গঙ্গাচড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ