ইউরিয়া সার মজুদ করায় জরিমানা ও কৃষকদের মাঝে বিক্রি

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে অবৈধ ভাবে ইউরিয়া সার মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে তাৎক্ষনিক উপস্থিত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রি করেছে ভ্রাম্যমান আদালত।

জানাগেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার মিঠিপুর ইউপির মন্ডলের বাজার নামক স্থানে কৃত্রিম সংকট সৃস্টি ও অবৈধ ভাবে মজুদ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্য মৃত.রবি মিয়ার দুই ছেলে আপেল মিয়া ও আদিল মিয়ার বাড়িতে ২’শ ৮৩ বস্তা ইউরিয়া সার রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন।

পরে কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও উপস্থিত কৃষদের মাঝে সরকার নির্ধারিত দরে সার গুলো বিক্রির নির্দেশ প্রদান করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্যাট মীর আল কামাহ্ তমাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাসিরুল ইসলাম রনিসহ ওই ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার সাংবাদিকের জানান, অবৈধ ভাবে সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃস্টিকারী সার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। তিনি এ জন্য উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুনঃ