কাজী নজরুল—সৈয়দুল ইসলাম
প্রকাশঃ ২ সেপ্টেম্বর ২০২২ | ৫:২২
কাজী নজরুল
——সৈয়দুল ইসলাম
আঁধারের আলো ভোরের পাখি
সুবাস ছড়ানো ফুল,
চুরুলিয়ায় জন্ম নিলেন
কাজী নজরুল।
কবিতায় গানে বিদ্রোহী প্রাণে
কেউ নেই তাঁর সমতুল,
সত্য ও ন্যায়ের কবি
কাজী নজরুল।
চললে থামেনা, উঁচু-নীচু মানেনা
বলবে কে ভুল?
ঘূর্ণিঝড় সাইক্লোন
কাজী নজরুল।
মধুর কণ্ঠধ্বনি সবার নয়নমণি
গানের বুলবুল,
মানব প্রেমের কবি
কাজী নজরুল।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা