ছেলের হাতে বাবা খুন
ছেলের হাতে বাবা খুন
আরজুন নাহারঃ
বিয়ে নিয়ে ঝগড়ার একপর্যায়ে পুত্রের হাতে খুন হয়েছেন পিতা। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী পূর্ব হাসনাবাদ বাপ্পির কলোনীতে সোমবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। পিতা মো: বেলাল হোসেন(৬০) কে খুনের পর থেকে পুত্র হেলাল হোসেন (১৮) পলাতক রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০ টায় বেকার যুবক হেলাল বিয়ে নিয়ে বাবার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এতে বড় ছেলে রুবেল বাধা দিলে দুজনের ঝগড়া বেধে যায়। একপর্যায়ে রুবেলকে ছুরি দিয়ে কোপাতে থাকে হেলাল। এসময় আলমারীর গ্লাস ভেঙ্গে ফেলে হেলাল।
সে ক্ষিপ্ত হয়ে বাবার উপরও হামলা চালায়। বাবার বুকেও ছুরি চালায় হেলাল। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে সংকটাপন্ন হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চমকে নেয়ার পথে তার মৃত্যু হয়। সীতাকুণ্ডে তারা ভাড়া বাসায় থাকে। তাদের স্থায়ী বাড়ী কুমিল্লায়।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে চমেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।