ব্রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ঝুঁকি নিরুপন যোগাযোগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলা সদরে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের আয়োজনে এ্যাডভোকেসী সভা “কোভিড-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ” প্রকল্পের আওতায় অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে এ্যাডভোকেসী সভা উপজেলা পরিষদ ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ শানে আলম। বিশেষ অতিথি ছিলেন, মোঃ জসীম উদ্দিন, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি।

উপস্থিত ছিলেন, শাহানাজ সুলতানা, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা, সদর উপজেলা, খাগড়াছড়ি। উপস্থিত ছিলেন, ৩নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু উল্লাস ত্রিপুরা। মোঃ মাসুদ করিম, জেলা সমন্বয়কারী, এডাব। মোঃ রুহুল আমিন,( ISP) এডাব। এছাড়াও বিভিন্ন দপ্তর, সংস্থার দায়িত্বশীল ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা, শিক্ষক, মেম্বার, কারবারি, হেডম্যান, উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ