পায়রা যুব সংঘের উদ্যোগে তিন হাজার তালের বিচ রোপণ সম্পুর্ণ
পায়রা যুব সংঘের উদ্যোগে তিন হাজার তালের বিচ রোপণ সম্পুর্ণ
শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তিন হাজার তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে ‘’পাটুখালী পায়রা যুব সংঘ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রবিবার (১৮ সেপ্টেম্বর) ২০২২ সকালে পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের দঃবিঘাই থেকে তিতকাটা পর্যন্ত গ্রামের আ করেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন পাটুখালী পায়রা যুব সংঘ’র উপদেষ্টা মোঃ তোফায়েল হোসেন মৃধা, সভাপতি মোঃ আল আমিন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান হাওলাদার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
‘পাটুখালী পায়রা যুব সংঘ’র উপদেষ্টা মোঃ তোফায়েল হোসাইন মৃধা বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই।
এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।
ইউনিয়নের সকলকে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে বলবো আপনাদের বাসায় পড়ে থাকা তালের বীজ বাড়ির আঙিনা কিংবা আশেপাশে রোপণ করুন।
অথবা সেই বীজ তুলে দিন আমাদের হাতে। বীজ সংগ্রহের জন্য আমাদের সদস্যরা চলে যাবে আপনার বাসায়। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রাঘাত থেকে বাঁচতে তালের বীজ রোপণ করি।