গুড হেলথ হসপিটালে হাতের টিউমার অপারেশনে এক যুবকের মৃত্যু

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর মহানগরীর ধাপ এলাকায় গুড হেলথ হসপিটাল নামের এক বেসরকারী ক্লিনিকে হাতের টিউমার অপারেশন করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরতে হলো সাঈদ নামের এক যুবককে।

সাঈদ এর এই অপ মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের মাতম। মুহূর্তেই এলাকাবাসী ও তার আত্মীয় স্বজনরা খুব হেলথ হসপিটালের সামনে বিক্ষোভ করতে থাকে সাঈদ এর এই অপ মৃত্যুর জন্য দায়ী সার্জন ডাক্তার আজাদুর রহমান আজাদ (অর্থপেডিক) ও এ্যনেসথিয়া ডাক্তার আকরাম হাবিব চৌধুরীর শাস্তির দাবিতে।

এলাকাবাসী ও মৃত সাঈদ এর সজনদের অভিযোগ অর্থপেডিক সার্জন ডা: আজাদুর রহমান আজাদ ও এনেসথেসিয়া ডা: আকমল হাবিব চৌধুরী এই মৃত্যুর জন্য দায়ী।

ক্লিনিক ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রংপুর মহানগরীর আলম নগর এনআরসি ক্যাম্পের ইসরাফিল হোসেনের ছেলে মোঃ সাঈদ মিয়া (৩৫) গত (১৭ সেপ্টেম্বর) বিকালে বাম হাতের টিউমার অপারেশনের জন্যে গুড হেলথ হসপিটালে ভর্তি হয়।

ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশনের জন্য অর্থোপেডিক সার্জন ডাঃ আজাদুর রহমান আজাদকে অন কলে ডেকে এনে অপারেশন থিয়েটারে সাঈদকে নিয়ে সেখানে অপারেশনের জন্য এনেসথেসিয়া ডা: আকমল হাবিব চৌধুরী তাকে অজ্ঞানের জন্য ইনজেকশন পুশ করেন।

তারপর থেকেই রোগী সাঈদ এর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাঈদ মৃত্যু বরণ করে।

এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে ১৮ /০৯/২০২২ রাত ৮ থেকে ১টা পর্যন্ত গুড হেলথ হসপিটালের সামনে রোগীর আত্নীয় স্বজন ও স্হানীয় লোকজনসহ প্রায় ২০০ জনলোক জমায়েত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষসহ ডাঃ আজাদুর রহমান (অর্থোসার্জারী) ও এনেসথেসিয়া ডা: আকমল হাবিব চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণের দাবিতে উত্তেজিত জনতা বিক্ষোভ প্রদর্শন করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আরপিএমপির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ঘটনা স্থলে এসে ক্লিনিক কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রায় ৬ ঘন্টা পর ক্ষতিপূরণ হিসেবে একটি অটোরিকশা দেয়ার প্রতিশ্রুতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি শেয়ার করুনঃ