রংপুরের কাউনিয়ায় জুয়া খেলার সরঞ্জামসহ চার যুবক গ্রেপ্তার

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় জুয়া খেলার সরঞ্জামসহ চারজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তাদেরকে জুয়া মামলায় গ্ৰেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। বুধবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন সিদ্দিক বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন সিদ্দিক বাজার এলাকার মোঃ আনারুলের ছেলে মোঃ দুলাল মিয়া (২৮), একই মৃত আজিজুলের ছেলে রাশেদুল ইসলাম রাশেদ (৩৫), মিলন মিয়ার ছেলে মিরাজ মিয়া (২২) ও আব্দূস সালামের ছেলে জাকিরুল।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ জানান, হারাগাছ ইউনিয়নের সোনাতন সিদ্দিক বাজার এলাকায় অজ্ঞাত বসতবাড়িতে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে তার নির্দেশনায় এসআই বুলবুল আহমেদ ও এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দুলাল মিয়ার বাড়িতে টাকা দিয়ে জুয়া খেলার সময় চারজনকে আটক করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ টাকা জব্দ করে পুলিশ।

ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, আটক চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে মামলায় গ্ৰেফতার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন সামাজিক অবক্ষয় রোধে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ