নাটোরের নলডাঙ্গা হালতি বিলে মাছের পোনা অবমুক্তকরণ

জামিল হায়দার (জনি),নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হালতির বিলে ভূজনগাছায় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে মাছে পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রউফ, নাটোর জেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, নাটোর জেলার মৎস্য দপ্তরের সিনিয়র পরিচালক জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফৌজিয়া ফেরদৌস, পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন সহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।

উল্লেখ্য যে, ২০২২-২৩ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় হালতি বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এই বিলে ২৪২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ