৩০সেপ্টেম্বর প্রখ্যাত শ্রমিকনেতা ও বীর মুক্তিযোদ্ধা এড. জানে আলম’র প্রথম মৃত্যুবার্ষিকী- স্মরণসভা

পতেঙ্গা থানা প্রতিনিধিঃ

আগামী ৩০সেপ্টম্বর, শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে চট্রগ্রাম এর প্রখ্যাত শ্রমিকনেতা ও বীর মুক্তিযোদ্ধা এবং লেখক -গবেষক এড. মোঃ জানে আলম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজন করতে যাচ্ছে শিক্ষা-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “আমরা পলাশ”।

সংগঠনের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ ইকরাম সমন্বয়ে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি, সাংবাদিক ও ফুলকি ট্রাস্টর সভাপতি আবুল মোমেন, বিশেষ অতিথি-বীর মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সিইউজের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সিডিএর বোর্ড মেম্বার মুহাম্মদ আলী শাহ, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ছালেহ আহম্মদ চৌধুরী, মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, আব্দুল মালিক সুলতান (সংগঠক-পূর্বাচল গ্রন্থাগার)।

ঐদিন সকালে খতমে কোরআন ও দোয়া মাহফিল, ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতা, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, বই বিক্রি ও প্রদর্শনী এবং বিকেলে মরহুমের জীবনীর উপর স্মৃতি চারণ ও স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে আমন্ত্রণ পত্র সূত্রে জানা গেছে।

উক্ত মহতী অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেন আমরা পলাশ সংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুনঃ