চিলমারীতে কাঁচারাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে কাঁচারাস্তা পাকাকরণের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন হাতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার বিকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা মিস্ত্রিপাড়া (২নং ওয়ার্ড) এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামীণ এ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও কেউ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না।

বিভিন্ন সময় এখানে বাজেট এলে সামান্য কাজ করে বাকি টাকা আত্মসাৎ করেন দায়িত্বপ্রাপ্তরা। দ্রুত সময়ের মধ্যে এই কাঁচারাস্তাটি পাকাকরণের দাবি জানান তারা।

উল্লেখ্য, এ এলাকার প্রায় সাত শতাধিক পরিবারের মানুষসহ জোড়গাছ বাজারগামী হাজার হাজার মানুষের যাতায়াতের ওই রাস্তাটি অন্তত ২০ বছর থেকে বেহাল অবস্থায় রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ