দেশরত্ন শেখ হাসিনা
প্রকাশঃ ২ অক্টোবর ২০২২ | ৫:০৩
দেশরত্ন শেখ হাসিনা
———সৈয়দুল ইসলাম
সেপ্টেম্বরের আটাশ তারিখ
প্রধানমন্ত্রীর জন্মদিন,
দেশ বিদেশে খুশির জোয়ার
শুভেচ্ছাতে অমলিন।
সবার চোখের নয়নমণি
দেশরত্ন শেখ হাসিনা,
ষোলো কোটি বীর বাঙালি
তাঁকে ছাড়া বাঁচি না।
তাইতো তাঁকে ভালোবেসে
করলাম নৌকার কাণ্ডারি,
সোনার বাংলা গড়ার লক্ষ্যে
দুর্গম পথ দিলেন পাড়ি।
ডিজিটাল বাংলাদেশ গড়ার
করলেন তিনি অঙ্গীকার,
রাস্তাঘাট ব্রীজ নির্মাণে
বাংলাদেশের অহংকার।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা