রমণীর ব্যাথা
প্রকাশঃ ৩ অক্টোবর ২০২২ | ৭:০৬
রমণীর ব্যাথা
——আব্দুস সালাম
সুখের লাগিয়া বাধিলাম ঘর বুকের ব্যাথা দিয়া
আজ কোথাই চলে গেলে সোনার সংসার ছারিয়া।
সংসার আমার সাজিয়েছি সব রকম সাজ দিয়া
গোয়াল ভরা গরু বাছুর আমার, মাচালে লাউ, কুমড়া দিয়া।
রয়েছে আজ মাছের ঘেড়, শুন্য তোমায় ছাড়া।
সন্ধ্যা মণিতে আলো আছে সারা আঙ্গিনা টা ঐ
আজ সংসারে সবি ভর পুর হেনো, দিনে তুমি আজ কই।
সয়েছো দুঃখ, বেদনা, কতোই যাতনা, আজ তুমি কই।
লুকিয়ে সব অভিমান, আমার সাজে থাকিতে সারা বেলা।
সুখের লাগিয়া এ ঘর বাধিলাম বুকে ব্যাথা দিয়া
তোমায় ছাড়া আমার হিয়া কাঁদে সারা বেলা।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা