শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মপ্রাণ ধর্মাবলম্বী সহ দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা
শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মপ্রাণ ধর্মাবলম্বী সহ দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা
শরতের শিশিরভেজা ঘাসে অরুণরাঙা চরণ ফেলে জগৎ জননী, মাতৃশক্তি দেবী দুর্গার মর্ত্যে আগমন। কাশফুলের দোলায় সবুজ ঘাসের ওপর শিউলি ফুলের গালিচায় চোখ পড়লেই ভেসে ওঠে জগৎ জননীর আগমনীর বার্তা। আর তাই প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর কাছে ধ্যানমগ্না মৃণ্ময়ী মায়ের চিন্ময়ী রূপকে আরাধনার মধ্য দিয়ে এই তৃষিত পৃথিবীতে প্রতি বছর প্রাণের নতুন স্পন্দন জেগে ওঠে শুভ শারদীয়া উৎসবের শুরুতেই। প্রতিটি সনাতন বাঙালির মনে যেন এক চিরচেনা সুর গেয়ে ওঠে-‘এসো জননী এসো এসো আজি শারদ প্রাতে, তোমার চরণে অর্ঘ্য দিই কুসুম নিয়ে হাতে।
তোমার রুদ্র রূপের কাছে অসুর শক্তি চির বিনাশে-‘সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা-২০২২ উদযাপন উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মপ্রাণ ধর্মাবলম্বী সহ দেশবাসীকে জানাই বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে শারদীয়া শুভেচ্ছা। বীর বাঙালির সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধন অটুট থাকুক জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
জয়তু জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হউক।
ডাঃ দিবাকর চন্দ্র দাস
সভাপতি, চট্টগ্রাম জেলা কমিটি
বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ।
দৈনিক নব দেশ বার্তা / শুভেচ্ছা বাণী