চিন্তা হয় না বন্ধু
        ———-শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া

জন্মেছি যখন মরন হবেই
মরনে ভয় নাই
জীবন মরন দিয়েছেন যিনি
তাঁর সন্তুষ্টি সদা চাই।

নিখিল বিশ্ব করিয়া সৃজন
দিয়েছেন যিনি সব
দুঃখ সুখ দিলেন যিনি
তিনি তো কারিম রব।

এই পৃথিবীতে মানব সৃজিয়া
দিয়েছেন পথের রূপ
জ্ঞান দিয়েছেন স্বাধীন চলার
করতে তাঁর অনুভব।

বিচিত্র ধরার বৈচিত্রময়
সৌন্দর্য অপার তার
মানুষ আজ অনুভুতিহীন
অনুভব করে তাঁর!!

পৃথিবীটা যিনি অপরূপ সাজে
করেছেন সৌন্দর্যময়
দেখে ও বুঝিনা মানুষ আমরা
খুঁজিনা তাঁর পরিচয়!

মানুষে মানুষে হানাহানি করি
অহংকারে চলি পথ
আল্লাহর দেয়া পথ ভুলে করি
চাপায় নিজের মতামত।

অনাদিকাল থেকে আজ অবধি
পৃথিবীর ইতিহাস
মানুষ যখন বেপরোয়া হয়েছে
তখন খোদার গজবে ক্রাশ।

আজ পৃথিবীতে ক’রোনার ক্রাশ
চলছে বিরামহীন
বিপদ যেন ঘিরে ধরেছে মানুষকে
কালো আঁধার আলোকহীন!!

অত্যাচারীরা আজ লুটোপুটি খায়
ক’রোনার ভয়ে কাঁপে
বুঝতে হবে মুসিবত দিয়ে
ঈশ্বরের তোমার মাপে!

ঈশ্বরের বলেছেন যাও দেখি তোরা
আমার রাজ্য ছেড়ে
না পাবেনা যেখানেই যাও
আমি ধরিব ঘিরে!!

জলে স্থলের সব পথ আজ
নিজেই করেছি বন্ধ
কার ইশারায় এ সব চলছে
চিন্তা হয় না বন্ধু??

চলে এসো এখনো সময় দিয়েছেন
দয়া করে মহিমাময়
তওবা করে ফিরে সবে দ্বীনে
ক্ষমা যদি তব হয়?

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ