একজন সদস্য সংবাদপত্র হর্কার ছোটন মাস্টাস পাশ করায় হকার্স সমিতির সংবর্ধনা
একজন সদস্য সংবাদপত্র হর্কার ছোটন মাস্টাস পাশ করায় হকার্স সমিতির সংবর্ধনা
আরজুন নাহারঃ
আর্থিক অনটন, পারিবারিক টানাপোড়নেও হার মানেনি সংবাদপত্র হকার নজরুল ইসলাম ছোটন।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সংবাদপত্র পাঠকের দৌড়গোড়ায় পৌঁছানো সংসার চালানো সাথে লেখাপড়া নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে গেছে।
এ বছর চট্টগ্রাম কলেজ থেকে মাস্টার্স ৩.৫৩ পেয়ে উত্তীর্ণ হয়ে জীবনের একটি স্বপ্নের সফল করেছে। তাঁর হাসিতে এখন গৌরবান্বিত চট্টগ্রামের সংবাদপত্র হকার সমাজ।
নজরুল ইসলাম ছোটনের মাস্টার্স পাশ করায় চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ ৪ অক্টোবর দুপুরে সমিতির চেরাগী পাহাড়স্থ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ কৃতি সংবাদপত্র হকারকে ফুলেল তোড়া উপহার ও মিষ্টি মুখ করানো হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সংবাদপত্র হকার বহুমুখী সমবায় সমিতির উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী, সমিতির সভাপতি মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক ওসমান গণি টিপু সহ হকার্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।