জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর সংবাদদাতাঃ

জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ ৩৪নং ওয়ার্ড পাথরঘাটা চট্টগ্রাম’র উদ্যোগে আব্দুল নূর আইয়ুব’র সভাপতিত্বে ও তাপস দাস’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্পাদক মন্ডলির সদস্য বাবু দীপক ভট্টাচার্য, এম এ সালাম, মাস্টার জসিম, ওমর ফারুক, দিলীপ কান্তি রুদ্র, সাধন দাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আবু বক্কার, প্রকাশ জৈন, যুবলীগ নেতা সুফি মোহাম্মদ দিদার, আফজাল হোসেন আজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রায়হান হোসেন ৩৪ নং ওয়ার্ড কৃষক নেতৃবৃন্দ স্বপন কান্তি দাস, কাঞ্চন কানুগো, সুজিত তালুকদার, কনক লাল মজুমদার, মিলন কান্তি দাস, কমল চক্রবর্তী দাস, মোঃ মোস্তফা, রাজন নাথ, মোহাম্মদ ইমন, সুজন নাথ হাজারী, মোহাম্মদ বেলাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা হত্যাকান্ড ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এ ঘৃণ্য হত্যাকান্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশ বিরোধী চক্র বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙ্গালি জাতিকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা চালিয়েছিল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাঁর ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারম্নজ্জমানকে ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের অভ্যন্তরে এ ধরনের বর্বর হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

নিউজটি শেয়ার করুনঃ