নির্বাচন অফিসার মাঈনুল হক কে পেয়ে আনন্দিত সীতাকুণ্ড বাসি
নির্বাচন অফিসার মাঈনুল হক কে পেয়ে আনন্দিত সীতাকুণ্ড বাসি
জয়নাল আবেদীন,বিশেষ প্রতিনিধঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাবেক নির্বাচন অফিসার পল্লবী চাকমা, সীতাকুন্ড জনসাধারণের অনেক কাজ জমা করে রেখেছিলেন। কিন্তু বর্তমান অফিসার মোঃ মাঈনুল হক আসার পর থেকে সাধারণ মানুষের আর আগের মতো কষ্ট করতে হচ্ছে না। নিয়মিত সরকারি সেবা গুলো মানুষ উপভোগ করে সবাই খুশি। কাউকে নির্বাচন অফিসে গিয়ে কষ্ট করতে হয় না। সীতাকুন্ড বাসি এমন অফিসার পেয়ে আনন্দিত।
বর্তমান নির্বাচন অফিসার মোঃ মাঈনুল হক একুশের কন্ঠ পত্রিকার প্রতিনিধি কে বলেন, সাবেক নির্বাচন অফিসার পল্লবী চাকমা অফিসের অনেক কাজ জমা করে রেখেছিলেন। আমি আসার পর জমিয়ে রাখা সব কাজ শেষ করে। বর্তমান ভোটার তালিকা হালনাগাদ, ২০১৯এর স্মার্ট কার্ড নিয়মিত বিতরণ, সারাবছর নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান, সারাবছর ভোটার স্থানান্তর কার্যক্রম চলমান,”ক” ক্যাটাগরীর আবেদনগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা, কোন ব্যক্তির যদি এনআইডি কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে তাকে ছবিসহ ভোটার তালিকা হতে ভোটার নাম্বার/এনআইডি নাম্বার পুনরুদ্ধার করে দেওয়া সহ সেবা প্রার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি।