ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

রাসেল মামুন,বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা মুখী ইউনিক বাস এবং চট্রগ্রাম মুখী কাভার্ড ভ্যান এর মুখামুখি সংঘর্ষে। কুমিল্লা সদরের দুর্গাপুর বার্সোনা এলাকার লড়ি চালক নাজমুলসহ চার জনের মৃত্যু ঘটনাস্থলেই।

উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের সাথে দ্রুতগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো আনুমানিক ২০ জন। আহতদের মাঝে আশংকাজনক অবস্থায় ৪জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা আশেপাশের হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৯ নভেম্বর) বেলা আনুমানিক ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অঞ্চলের মোহাম্মদ আলী দুলামিয়া সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, নিহতদের মধ্যে কাভার্ডভ্যান চালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর বার্সোনা এলাকার ওমর আলীর ছেলে নাজমুল (৩৫), ফিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকার ফোরকান (৫০) ও লক্ষ্মীপুরের রিয়াজ উদ্দিনের পরিচয় মিলেছে। তবে নিহত বাকি এক জনের পরিচয় এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি জানান, ইউনিক সার্ভিসের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে উল্টো পথে চট্টগ্রামের দিকে যাচ্ছিল কাভার্ডভ্যান। এ সময় গাড়ি দুটো মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুই চালকসহ তিন জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু হয়। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত চার জনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত চার জনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, উল্টো পথে আসা কাভার্ডভ্যান ও ঢাকা মুখি বাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। গাড়ি সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ