রসিক নির্বাচনে ২৬৮ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রবিবার সকাল অবধি মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৬ জনসহ মোট ২৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, রবিবার সকাল অবধি মেয়র পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া, বর্তমান রসিক মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপার রওশন এরশাদ পন্থী প্রার্থী আব্দুর রউফ মানিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, স্বতন্ত্র হিসেবে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মজিদ, জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সাবেক আমির অধ্যাপক মাহাবুবার রহমান বেলাল, ব্যবসায়ী মেহেদী হাসান বনি, খোরশেদ আলম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী লতিফুর রহমান মিলন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু, জাসদ মনোনীত প্রার্থী শফিয়ার রহমান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল রাজু ও আবু রায়হান।

তফসিলের পর থেকে মেয়রসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ২৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এদের মধ্যে মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জনসহ মোট ৩৮ জন প্রার্থী ইতোমধ্যেই মনোনয়নপত্র পূরণ করে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে দাখিল করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ