একাই পড়ে রবে
প্রকাশঃ ২৯ নভেম্বর ২০২২ | ৯:৩৫
একাই পড়ে রবে
———-সৈয়দুল ইসলাম
নিষ্পাপ হয়ে জন্ম নিয়ে
দেখি ভবের খেলা,
কেউবা হাসে কেউবা কাঁদে
রঙ তামাশার মেলা।
বিলাসবহুল অট্টালিকায়
কেউবা থাকে সুখে,
কেউবা থাকে অনাহারে
জিবন ভরা দুঃখে।
এতিম অনাথ শিশুর পানে
যেজন ফিরে চায়,
সেই’তো বড়ো মনের মানুষ
মান মর্যাদা পায়।
ক্ষণিকের এই রঙ্গশালায়
খেলছি কতোই খেল,
তিলে তিলে খাচ্ছে গিলে
পাপ নামেরই জেল।
বাড়ি গাড়ি ধন গরিমা
সঙ্গি কী আর হবে?
সাড়ে তিন হাত মাটির ঘরে
একাই পড়ে রবে।
দৈনিক নব দেশ বার্তা/কবিতা