সৌদি যাওয়া হলোনা বোরহানের হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে মৃত্যুর অভিযোগ
সৌদি যাওয়া হলোনা বোরহানের হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে মৃত্যুর অভিযোগ
মুহাম্মদ শাহ্ আলম,কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুদের সাথে টমটমে ঘুরতে এসে পুলিশের তাড়া খেয়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত যুবক মোঃ বোরহান (২২), বাজিতপুর উপজেলার ভাগলপুর বেকি চন্দ্রগ্রামের মৃত মুতি মিয়ার ছেলে। ১৫ দিনের মধ্যে বিদেশে (সৌদি আরব) যাওয়ার কথা ছিলো বোরহানের।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার পশ্চিম তারাকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের তারাকান্দি নামক স্থানে একটি টমটম আসতে দেখে হাইওয়ে পুলিশ টমটমের চালককে উদ্দেশ্য করে সিগনাল দেয় দাঁড়ানোর জন্য। কিন্তু টমটমের চালক পুলিশের সিগনাল অমান্য করে পালাতে চাইলে তার পিছু তাড়া করে হাইওয়ে পুলিশ।
পরে আঞ্চলিক সড়ক থেকে টমটমটি নিয়ে তারাকান্দি গ্রামের ভিতরে ঢুকে যায় তারা। সেখানে একটি বাড়িতে টমটম রেখে বোরহানসহ আরো দুজন বন্ধু দৌড়াতে থাকে। একপর্যায়ে বোরহান দৌড়ের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই অবস্থায় তাকে রেখে তখন সাথে থাকা দুই বন্ধু তারা তাঁদের বাড়িতে চলে যায়।
পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সাথেই টমটম দিয়ে ঘুরতে এসেছিল বোরহান। পরে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মৃত্যু হয় তার। তারা বলেন, ১৫ দিনের মধ্যে বিদেশে (সৌদি আরব) যাওয়ার কথা ছিলো বোরহানের।
এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানার (ওসি) মোঃ মোজাম্মেল হক হাইওয়ে পুলিশের তাড়া করে মৃত্যুর কথা সাংবাদিকদের সাথে অস্বীকার করে বলেন, টহল অবস্থায় হাইওয়ে পুলিশের গাড়ি দেখে প্রায় আধাঁ কি.মি. আগেই ভয়ে টমটম নিয়ে পালাতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। হাইওয়ে পুলিশ তাদের সিগনাল দেয়নি।
কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনা স্থল পরিদর্শন করি এবং জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার স্যারও ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশ পুলিশ হেফাজতে নিয়ে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি।