কুলিয়ারচরের ফরিদপুর আনন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ১১ দোকান পুড়ে ছাঁই
কুলিয়ারচরের ফরিদপুর আনন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ১১ দোকান পুড়ে ছাঁই
মুহাম্মদ শাহ্ আলম,কুলিয়ারচর উপজেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১১টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত অনুমান ১০ ঘটিকার দিকে আনন্দ বাজার হাজী মোঃ গোলাপ মিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাঁই হয়ে যায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১১টি দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে হঠাৎ করে বন্ধ দোকানে আগুন জ্বলে উঠে। তবে এর মধ্যে ১টি ইলেকট্রনিক দোকান থাকায় আগুন অনেক সময় জ্বলে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, ইলেকট্রনিক দোকান মালিক মোঃ ছাইদু মিয়া, মুদি দোকান মালিক মোঃ শরীফ মিয়া, কলার আড়ৎ মালিক মোঃ শহীদ উল্লাহ্, হাবিব উল্লাহ স্টোরের মালিক মোঃ হাবিব উল্লাহ, নয়ন ফার্মেসীর মালিক মোঃ নয়ন মিয়া, শ্যামল ষ্টেশনারী স্টোরের মালিক মোঃ শ্যামল মিয়া ও পান-সুপারির দোকান মালিক মোঃ জহির মিয়া প্রমুখ।
তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।