পটিয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতা বদি”র নেতৃত্বে বিজয় মিছিল ও স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে পটিয়া মুন্সেফ বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে বিজয় দিবসের মিছিল ও পটিয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

উক্ত আলোচনা সভায় “৭৫ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগ সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদের সভাপতিত্বে পটিয়া উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি পটিয়া সাব-জজ কোর্টের আইনজীবী এডভোকেট বদিউল আলম, প্রধান বক্তা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা খায়ের আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মেম্বার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক মোঃ ইউনুচ মিয়া মেম্বার, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ দুলাল, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, ছোটন সরকার যুগ্ম-আহবায়ক, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজল আহমদ দৌলতী, নজরুল ইসলাম, আবু ছৈয়দ লালু, হাসান শরীফ, মোঃ আমিন, মোঃ ইকবাল, শ্রমিক লীগ খোরশেদ আলম, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, সাইফুল ইসলাম সাইফু, আনোয়ার হোসেন, তৌহিদুল আলম, উজ্জল ঘোষ, সাইফুদ্দীন ভোলা, আবদুল আউয়াল, সাইফুল ইসলাম জুয়েল, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, মাসুদুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাকিব হোসেন, সুজন বড়ুয়া, রাসেল, মাসুদুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাকিব হোসেন, আতিক হাসান, জয় চৌধুরী প্রমূখ।

এ সময় প্রধান বক্তা বদিউল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয় সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে হানাদার পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেই বিশ্বের মানচিত্রে অভ্যুদ্বয় ঘটে এবং নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বমানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুনঃ