রক্তক্ষয়ী বিজয়
প্রকাশঃ ১৮ ডিসেম্বর ২০২২ | ৫:০২
রক্তক্ষয়ী বিজয়
——সৈয়দুল ইসলাম
ডিসেম্বরের ষোলো তারিখ
ভীষণ মনে পড়ে,
সোনার ছেলেরা আনলো বিজয়
নয়মাস যুদ্ধ করে।
রক্তক্ষয়ী বিজয় সবার
দেয় নাড়া দেয় প্রাণে,
সোনার ছেলেরা শহীদ হলো
দেশমাতৃকার টানে।
বিজয়েরই দিনে সবাই
শহীদ মিনার গিয়ে,
শহীদ ভাইদের শ্রদ্ধা জানাই
পুষ্পাঞ্জলী দিয়ে।
লাল সবুজের বিজয় নিশান
দেশ-বিদেশে ওড়ে,
আমরা স্বাধীন বীর বাঙালি
বলি গর্ব করে।
দৈনিক নব দেশ বার্তা/কবিতা