চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধ-১৮ দল জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২ গঠন সম্পন্ন
প্রকাশঃ ২২ ডিসেম্বর ২০২২ | ২:২৭
চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধ-১৮ দল জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২ গঠন সম্পন্ন
ক্রীড়া প্রতিবেদকঃ
ইয়ং টাইগার্স অনুর্ধ-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধ-১৮ দল গঠন সম্পন্ন হয়েছে।
বিভাগীয় কোচ মো. মোমিনুল হক, চাঁদপুর জেলা কোচ মো. শামীম আখতার ফারুকী এবং কক্সবাজার জেলা কোচ আশরাফুল আজিজ সুজন এর তত্তাবধায়নে ৪ দিন ব্যাপী সিলেকশন ক্যাম্প এবং ১০ দিন ব্যাপী স্কিল ক্যাম্প শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
দলের সাথে ম্যানেজার হিসেবে আছেন সিজেকেএস কাউন্সিলর নুর-উন-নবী লিটন। আগামীকাল সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে বিভাগীয় অনুর্ধ-১৮ ইয়ং টাইগার্স অনুর্ধ-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২২।