যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
ওসমান গনি,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর শহরের বামন পাড়ায় এরফান ফারাজি (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে শহরের খড়কি ধোপাপাড়ায় এঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত এরফান ফরাজি ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
প্রতাক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে এরফান কবরস্থনের পাশে দাড়িয়ে ছিল। এসময় তিনজন দূর্বৃত্ত এসে এরফানের বুকে ছুরি মেরে তড়িঘড়ি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মুলত বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর শুনে হাসপাতালে এসেছি। কি কারণে কারা তাকে হত্যা করেছে এই মুহুর্ত্বে বলা যাচ্ছে না। এঘটনায় পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।