বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ বড়দিন উপলক্ষে
বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ বড়দিন উপলক্ষে
ওসমান গনি,বেনাপোল প্রতিনিধিঃ
বড়দিন উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি আজ বন্ধ রয়েছে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
রোববার (২৫ ডিসেম্বর) বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি আজ বন্ধ ছিল। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অন্য দিনের মতো স্বাভাবিক আছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ ছিল।
সোমবার থেকে আবার আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।