প্রধানমন্ত্রীর ঘোষনা এক ইঞ্চি জমি অনাবাদী রাখা যাবে না

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রীর ঘোষনা এক ইঞ্চি অনাবাদী পতিত জমি রাখা যাবে না। এবং অনাবাদী পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় আলাপ কালে কৃষকরা তাদের একাধিক সমস্যার কথা তুলে ধরেন এর মধ্যে খাল ভরাট ও ফ্যক্টরির বর্জ্যের কারনে পানি নিষ্কাশন বাধাগ্রস্থ, ট্রাক্টর সংকট, পর্যাপ্ত পানি না পাওয়ায় তাদের জমি আবাদ হচ্ছে না।

এ বিষয়ে হুইপ শামসুল হক চৌধুরী বলেন, পানি সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জমিতে পর্যাপ্ত পানি পৌঁছাতে গভীর নলকূপ স্থাপন, কৃষি অফিসের মাধ্যমে তেল ও চালকের খরচ বহন করে বড় আধুনিক প্রযুক্তির ট্রাক্টর ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি।

গতকাল দুপুরে পটিয়া জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন চত্বরে প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরীর উপস্থিতে আয়োজিত মতবিনিময় সভায় পটিয়া জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, আ.লীগ নেতা শাহাদাত হোসেন ফরিদ, এম.এজাজ চৌধুরী, অসিত বড়ুয়া, মর্তুজা কামাল মুন্সি, শফিকুল মন্নান চৌধুরী, শাহেদ উদ্দিন সুমন, মিজানুর রহমান, ইউপি সদস্য বখতিয়ার উদ্দিন বকুল, আবদুল মান্নান বাবুল, মো.হাসান, মো. আবুল হাসান, রফিকুল ইসলাম নজরুল ইসলাম সোহেল, রুমেন বড়ুয়া, আনন্দ দাশ, মহিলা সদস্য বিলকিস আকতার, ফেরদৌস আকতার, তাহমিনা আকতার প্রমুখ।

অনুষ্ঠান শেষে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে টিসিবি পন্য, ভিজিএফ এর চাউল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন হুইপ সামশুল হক চৌধুরী।

নিউজটি শেয়ার করুনঃ