মোটরসাইকেলের সঙ্গে সিএনজির ধাঁক্কাকে কেন্দ্র করে হাসপাতালে ডুকে যুবলীগ নেতাকে কুপিয়েছে কিশোর গ্যাং
মোটরসাইকেলের সঙ্গে সিএনজির ধাঁক্কাকে কেন্দ্র করে হাসপাতালে ডুকে যুবলীগ নেতাকে কুপিয়েছে কিশোর গ্যাং
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় জোবায় ও জুলুর নেতৃত্বে একদল কিশোরগ্যাং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত ভাবে পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে যুবলীগ নেতা আমান উল্লাহ শিমুলকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
এতে যুবলীগ ও ছাত্রলীগ নেতা সহ দু”জন গুরুতর আহত হয়। আহত যুবলীগ নেতা আমান উল্লাহ শিমুল (৩৭) পটিয়া পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের ছেলে।
অপর দিকে একই ঘটনায় আহত হয়েছেন পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি জিয়াউল হক রুবেল (২৬) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমান উল্লাহ শিমুলকে আহত অবস্থায় পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শিমুলের বড় ভাই ও পৌর আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ পলাশ জানান, জোবায় ও জুলুর নেতৃত্বে একদল কিশোর গ্যাং অতর্কিত পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে ডুকে সন্ত্রাসীকাদায় হামলা চালিয়ে গুরুতর আহত করেছেন। স্হানীয় সুত্রে জানা যায়, নুরুল আলম নামে এক ব্যাক্তি পটিয়া কেলিশহর থেকে মোটরসাইকেল নিয়ে পটিয়া রেলস্টেশন এলাকায় আসলে একটি সিএনজির সাথে মোটরসাইকেলের ধাঁক্কায় মোটরসাইকেলের হেড লাইট ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাত সাড়ে ৭ টায় সিএনজি চালকের সঙ্গে নুরুল আলমের বাগ্বিতণ্ডা হয়।
এর প্রতিবাদ করায় প্রথমে কলেজ ছাত্রলীগ নেতা জিয়াউল হক রুবেলকে কিলঘুসি মেরে জখম করে। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় যুবলীগ নেতা আমান উল্লাহ শিমুল পটিয়া হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় হঠাৎ সন্ত্রাসীকায়দায় আমান উল্লাহ শিমুলকে কুপিয়ে পালিয়ে যায়।
পটিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হোসেন বলেন, হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে অতর্কিত ভাবে একজনকে কুপিয়েছে। তবে কী কারণে কুপিয়েছে, তা জানেন না তিনি।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, এ বিষয়ে খবর পেয়ে পুলিশ দ্রুত পটিয়া হাসপাতালে গিয়ে কাউকে খুঁজে পায়নি। এ ঘটনার পর পুলিশ টহল জোরদার করে আসামি সনাক্তের চেষ্টা এবং তদন্তের মাধ্যমে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কটোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেছেন। মামলার প্রস্ততি চলছে।