দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের রিইউনিয়ন অনুষ্ঠিত
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের রিইউনিয়ন অনুষ্ঠিত
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
উৎসাহ-আনন্দ-বিনোদন আর বর্ণিল আয়োজনে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১এর-১ম রিইউনিয়ন অনুষ্ঠান ২৭জানুয়ারী, শুক্রবার সকালে স্কুল মাঠে কেক কেটে শুভ উদ্বোধন করেন প্রাক্তণ ছাত্র ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন।
পরে ২০০১ব্যাচের বন্ধুদের নিয়ে গাড়ি যোগে আনোয়ারার পারকি বীচে খেলাধুলা, নাচ গান, বিনোদন-আড্ডা এবং ভোজন সভার মাধ্যমে এক অপূর্ব মিলনামেলায় পরিনত হয়।
বর্ণিল আয়োজন ২০০১ বন্ধুদের মধ্যে উদ্যোক্তা মোঃ আনিসুর রহমান, মোঃ জাবেদ ,মোঃ রাজু ও মোঃ জাহাঙ্গীর, মোঃ তৈয়ব প্রমুখ।
সার্বিক ভাবে পুরাতনদের নতুন রূপে উৎস্বাছ দিতে আবারো স্মরণ করিয়ে দিয়ে প্রাণের সেই স্কুল বেলার শৈশবে ফিরে যেতে দিন ব্যাপি অনুষ্ঠানে টিশার্ট বিতরণ, হৈ-চৈ, আড্ডা, প্রীতি ফুটবল-ক্রিকেট ম্যাচ এবং পুরস্কার বিতরণ ছিল বেশ আকর্ষনীয়।