পটিয়া দক্ষিণ ভুষি দু”দিন ব্যাপি ধর্মসভা ও মহানামযজ্ঞ আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারী
প্রকাশঃ ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১:০৫
পটিয়া দক্ষিণ ভুষি দু”দিন ব্যাপি ধর্মসভা ও মহানামযজ্ঞ আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারী
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ চট্টগ্রামের দু'”শত বছর পূর্বের প্রাচীনতম ঐতিহ্যবাহী পটিয়া দক্ষিণ ভূর্ষি জগদ্ধার্এী মাতৃমন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার ও শুক্রবার) দু”দিন ব্যাপি ধর্মসভা ও অষ্টপ্রহর মহানামযজ্ঞ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালা সাজানো ও বিভিন্ন কর্মসুচী হাতে নেওয়া হয়েছে।
সুন্দর,স্বার্থক,,শান্তি-শৃঙ্খলা পরিবেশ করার লক্ষ্যে আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারী দু”দিন ব্যাপি সকল ধর্ম প্রাণ নর-নারী ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য জগদ্ধার্এী মাতৃমন্দির উৎসব উদযাপন পরিষদের সভাপতি অনুতোষ দক্ত ও সাধারণ সম্পাদক পুলক বসুর পক্ষ থেকে আহবান জানিয়েছেন।