চট্টগ্রাম’র পটিয়া গাড়ি চলাচল বন্ধ গ্যাস পাইপ ছিদ্র হয়ে সড়কে আগুন

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্প কাজের সময় গ্যাস পাইপ ছিদ্র হয়ে সড়কেই আগুন লাগার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মিলিটারীপুল এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার বিকাল সাড়ে ৫ টায় গ্যাস পাইপ ছিদ্র হয়ে ভয়াবহ এ আগুন দ্রুত সড়কেই ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থলে ছুটে যায়। সন্ধ্যা ৭ টায় এ রির্পোট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসেনি। গ্যাসের পাইপ লাইন ছিদ্র হয়ে ছড়িয়ে পড়া আগুনের কারণে সড়কের দুই দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার অধীনে বেশ কিছু দিন ধরে ভান্ডালজুড়ি ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজ চলছে। এ কাজের অধীনে সড়ক খুঁড়ে একটি পাইপ ওয়েল্ডিং করার সময় পটিয়া উপজেলার মিলিটারীপুল এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানীর
একটি গ্যাস পাইপ লাইন ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এসময় আগুন দ্রুত ছড়িয়ে একে একে বেশ কয়েকটি বিষ্ফোরনের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শী মোঃ মাফরুল ইসলাম জানান, ওয়ারসার ভান্ডালজুড়ি ওয়াটার সাপ্লাই প্রকল্পের এ কাজ চলছে দীর্ঘদিন। পটিয়া সীমান্তের
মিলিটারীপুল এলাকায় ওয়াসার পাইপ ওয়েল্ডিং করার সময় গ্যাস পাইপ ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এ আগুন মুহুর্তে পাইপ লাইনের মাধ্যমে ছড়িয়ে পড়ে। যার কারণে সড়কের দুই দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদুল ইসলাম জানান, গ্যাস পাইপ লাইন ছিদ্র হয়ে সড়কেই আগুন জ্বলছে। এ আগুন নেভাতে পটিয়া ফায়ার সার্ভিস ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুনঃ