প্রধানমন্ত্রীর নির্দেশনায় পটিয়া নজির ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পটিয়া নজির ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে ১২০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদ টেক্সাস যুক্তরাষ্ট্রের সভাপতি ও মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে ৫ এপ্রিল (বুধবার) বিকেল এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মো: মোরশেদ। বিশেষ অতিথি পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ মারুফ, মো.সুমন, রানা, তৈয়ব, নাছির, ওসমান।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে মানবিক সংগঠন পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চলমান রেখেছে।