পটিয়ায় খাল দখল, অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত”র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম’র পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের প্রবাহমান একটি খাল দখল করে বালু ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে এক অবৈধ দখলদার।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো রাকিবুল ইসলামের নেতৃত্বে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বুধপুরা বাজার এলাকায় একটানা উচ্ছেদ অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত।

এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড পটিয়া (পওর) উপ-বিভাগীয় প্রকৌশলী অপু দেব, হাটহাজারীর (পওর) উপ-বিভাগীয় প্রকৌশলী সোহাগ তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী ধীমান চৌধুরী, লিটন চৌধুরী, পটিয়া থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষসহ একদল পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া সহকারী (ভুমি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, পাউবোর ১১শ ৫৮ কোটি টাকার প্রকল্পের অধীনে খাল খনন কাজ করতে গিয়ে বুধপুরা বাজার এলাকায় গরুলুটা-কেরিঞ্জা খালের প্রায় ১৭৬ মিটার খাল ভরাট করে দখল করে রেখেছে অবৈধ দখলদার। খবর পেয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের প্রবাহ ফিরিয়ে আনতে পুন:রায় খাল খননের কাজ শুরু করেছি।

নিউজটি শেয়ার করুনঃ