চট্টগ্রাম’র পটিয়া উপজেলায় খামার উপকরণ বিতরণ

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এনএটিপি-২ প্রকল্পে খামারিদের মাঝে বিভিন্ন উপকরণ গতকাল শনিবার বিকালে উপজেলার লড়িহড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

এ সময় অনুষ্ঠানে ১০ জন খামারীকে ঘাস চাষের জন্য ১ম ধাপে ৫ হাজার টাকা প্রদান করা হয় এবং পরবর্তীতে আরো ৫ হাজার টাকা প্রদান করা হবে। তাছাড়া ৪০ জন খামারীকে ৪০ লিটার দুধ ধারণ ক্ষমতা সম্পন্ন মিল্ক ক্যান বিতরণ করা হয়। এর আগে গরুর জন্য দানাদার খাদ্য মিশ্রণ করে সুষম ম্যাশ খাদ্য উৎপাদনে নিমতল দরগাহ এলাকায় স্থাপিত ফিড মিল উদ্বোধন করেন হুইপ সামশুল হক চৌধুরী।

এতে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রাণি সম্পদ খাতকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি নিশ্চিত করণ, কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে প্রাণি সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ জন্য খামারীদের এ কাজে উৎসাহী করতে সরকার বিভিন্ন খামারে উপকরণ সহ নানা সময়ে খামারীদের প্রণোদনা দিয়ে আসছেন। যা আগামীতেও অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ প্রকল্প পরিচালক ডা.এএনএম গোলাম মহিউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া পৌর ভারপ্রাপ্ত মেয়র ইঞ্জিনিয়ার রুপক কুমার সেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ ইলিয়াছ, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, ভেটেরিনারি সার্জন ডা.সাজ্জাদ হোসেন, ডা.খালিদ হাসান, ডা. বৃষ্টি বড়ুয়া, ডা. রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আশীষ কুমার বোস, আশীষ কুমার দাশ, ডিউক চৌধুরী পলাশ, ডেইরি এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. রাসেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ