কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়ায় অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়ায় অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার
সেলিম,কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ
গত (৩০ জুন) কর্ণফুলী শিকলবাহা ইউপি ৫নং ওয়ার্ড ভেল্লাপাড়ার পশ্চিম পার্শ্বে বালুর মাঠ সংলগ্ন পটিয়া-কক্সবাজার মহাসড়কের পাশে একজন অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
যার বয়স অনুমান ২৭ বছর, উক্ত অজ্ঞাতনামা পুরুষের কপাল, কাধ ও বাম চোখের বাম পাশে ছেঁচড়ানো দাগ রয়েছে । তার পড়নে লাল সাদা প্রিন্টের ছেড়া পাঞ্জাবী ও কোমড়ে দুইটি তাবিজ কালো রংয়ের সুতা দ্বারা এবং গলায় একইভাবে পয়সার মত আরো একটি তাবিজ বাধা অবস্থায় ছিল। কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত অজ্ঞাত পুরুষ লাশের পরিচয় জানতে পারলে কর্ণফুলী থানায় নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন থানার ওসি।
যোগাযোগ, এসআই (নিঃ) কামাল হোসেন মোবা-01822264150, এস আই (নিঃ) মোঃ সেকান্তর মিয়া, মোবা-01911111613, ডিউটি অফিসার, মোবা-01320052980।
বর্তমানে লাশটি উদ্ধারের পর চমেক হাসপাতালের মর্গে রক্ষিত আছে বলে থানা সূত্র জানায়।