পটিয়ার নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমির পুরস্কার ও সর্ম্মাননা সনদ বিতরণ সম্পূর্ণ
পটিয়ার নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমির পুরস্কার ও সর্ম্মাননা সনদ বিতরণ সম্পূর্ণ
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমির উদোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এক আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমির হল রুমে গতকাল সম্পুর্ন করা হয়েছে।
এ সময় দেবাশীষ দাশ দীপক”র সভাপতিত্বে ও নৃত্যাঞ্চল প্রধান উপদেষ্টা সৈবাল বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাসায়নিক বিভাগ অধ্যাপিকা ড. তাপসি ঘোষ ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা: সৈয়দ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি পটিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, পটিয়া সম্মিলিত শিল্পী পরিষদ সভাপতি অনুপম বড়ুয়া, সাংস্কৃতিক কর্মী বিশ্বজিৎ দাশ ও স্বাগত বক্তব্য রাখেন নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক অমিত চক্রবর্ওী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পটিয়ার সংস্কৃতিকে জাগরত করতে নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি সংগঠনের উওর উত্তর সমৃদ্ধি কামনা করছি। এবং অনুষ্ঠান শেষে ১৫০ জন ছাত্র, ছাএীদের মাঝে সাংস্কৃতিক পুরস্কার ও সর্ম্মাননা সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।