পটিয়ায় ৭ শিক্ষক বদলির আদেশ হাইকোর্টে স্থগিত

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়া পৌর সদর শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন শিক্ষক বদলির আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। (৫ জুলাই) বিচারপতি সরদার মুহাম্মদ রাশেদ জাহাঙ্গীর ও মুহাম্মদ বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত (১৩ জুন) ওই বিদ্যালয়ের ১৭ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক সহ ১৭ জন শিক্ষকদেরকে এক যোগে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে ৭ জন শিক্ষক বদলি আদেশ বাতিলের জন্য (হাইকোর্ট) উচ্চ আদালতে রিট আবেদন করেন। রিটকারী ৭ শিক্ষকরা হলেন-আকলিমা বেগম, মোহাম্মদ নাছের উদ্দিন, তাহমিনা আক্তার, শর্মিলা দাশ, মৌসুমী দেব, সুমন দাশ ও আকতার জাহান চৌধুরী, আবেদনকারীদের আইনজীবী এডঃ রনজিত কুমার ধর বলেন, পটিয়ার শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি আদালত বদলীকৃত ৭ জন শিক্ষকের বদলির আদেশ আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পটিয়া পৌর সদর শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ ও সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা চৌধুরী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতির মধ্যে বিরোধ চলছিল। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মক ভাবে বিঘ্নিত হয়। এ পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই বিদ্যায়ের ১৭ শিক্ষকে এক যোগে বদলির আদেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ