নগরীর কদমতলী এলাকা থেকে বিপুল পরিমান ভেজাল লুব্রিকেটিং ওয়েলসহ গ্রেফতার ৪

হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলীর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক আরিফুর রহমানের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই নগরীর সদরঘাট থানাধীন কদমতলী, ৪০৮ ডিটি রোডে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল ওয়েলস পণ্য সহ ৪জন কে আটক করেছে পুলিশ।

পণ্য গুলো হচ্ছে -Mobil Disel special, Super V, ENEOS SAF 20W-50, Super V PREMIUM QUALITY, Mobil Delvac MX 15W-40, Mobil Special 20W-50, Sharlu ULTRA SUPER 20W/50 SL/CF, TOTAL QUARTZ 3500 SUPER 20W-50, BAJAJ DTS-1 OIL 4T PREMIUM 20W-50, GULF PRIDE 4T SAF 20W-40 1L., YAMALUBE 10W-40 SL/MA 1L. Castrol Activ 20W-40 4t 1L. Super v PREMIUM QUALITY 20W-40 1L. MOTUL 3000 4T PLUS 10W-40 1L. SINO HD 40 1Litre, Shell ADVANCE 20W-50 4T ব্রান্ডের বিভিন্ন সাইজের গ্যালনে থাকা ৯৬৬ (নয়শত ছিষট্রি) লিটার ভেজাল ইঞ্জিন ওয়েল/লুব্রিকেন্টস, ১৩৩ টি বিভিন্ন সাইজের খালি গ্যালন, ১১৬ টি বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার, গ্যালনের ছিপি আটানোর স্টিকার ৩৫০টি, ০১ টি ড্রাই ইলেকট্রিক মেশিন, ০১টি ইলেকট্রিক সেলার মেশিন ।

এই ভেজাল পণ্যসহ ধৃত ব্যক্তিরা হলেন-মোঃ রুহুল আমিন, মোঃ বেলায়েত হোসেন মিশু, মাকসুদুর রহমান পায়েল ও মোঃ রাসেলকে আটক করেন। গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ইঞ্জিন ওয়েসের খালি বোতলে ভেজাল ও নকল ইঞ্জিন ওয়েলহ মিশ্রিত করে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করে আসছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
তাদের পণ্য সহ সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সিএমপি দপ্তর সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ