২০২৩-২৪ অর্থবছরের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যা বিক্রয়ের শুভ উদ্বোধন

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধিঃ

রবিবার (১৬ জুলাই ২০২৩) সকাল ১০টা ১৫ মিনিটে মুন্সিপাড়া কেরামতিয়া স্কুল মোড়, রংপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত উপকারভোগী পরিবারের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয়ের শুভ উদ্বোধন করেন ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক, রংপুর।

এসময় উম্মে ফাতিমা, সচিব, রংপুর সিটি কর্পোরেশন এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুর; জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; উপকারভোগী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রংপুর জেলায় সিটি কর্পোরেশন, ৩টি পৌরসভা ও ৮টি উপজেলার মোট উপকারভোগী সংখ্যা ২,৮৫,৩১২ জন। প্রতি উপকারভোগী মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার এবং চাল ৫ কেজি করে বরাদ্দ পাবেন। ভোক্তা মূল্য প্রতি কেজি/লিটার (মসুর ডাল-৬০ টাকা, সয়াবিন তেল-১০০ টাকা, চাল-৩০ টাকা)। মোট ভোক্তা মূল্য ৪৭০ টাকা।

নিউজটি শেয়ার করুনঃ