চট্টগ্রাম নগরীর খুলশীতে অবৈধ গ্যাস পাচারকালে ৬০টি সিলিন্ডারসহ গ্রেফতার ২
প্রকাশঃ ২৪ জুলাই ২০২৩ | ৬:৫০
চট্টগ্রাম নগরীর খুলশীতে অবৈধ গ্যাস পাচারকালে ৬০টি সিলিন্ডারসহ গ্রেফতার ২
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনাহর আলী পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ গতকাল ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় অভিযানে ২ জন কে আটক করেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে ১টি কভার্ডভ্যান ৬০টি সিলিন্ডারসহ মোহাম্মদ ও মোঃ আক্তার কামালকে আটক করে পুলিশ টিম।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।